‘কাদের মোল্লা, তোমাকে ছাড়ছি না’ | পাঠক ভাবনা | DW | 08.02.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘কাদের মোল্লা, তোমাকে ছাড়ছি না’

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে ব্লগারসহ সাধারণ মানুষের অবস্থান কর্মসূচির খবর নিয়মিতভাবে শোনানোর জন্য ধন্যবাদ দিয়েছেন বন্ধু ফয়সাল আহমেদ৷ আর এ বিষয়ে খ্যাতিমান ব্যক্তিদের সাক্ষাৎকারগুলিরও প্রশংসা করেছেন তিনি৷

চলমান পরিস্থিতি ও কাদের মোল্লার ফাঁসির খবর নিয়মিত জানানোর জন্য ডয়চে ভেলেকে আরো ধন্যবাদ দিয়েছেন শ্রোতাবন্ধু আবদুর রাজ্জাক, নিমাই দিঘী, ছাতিন গ্রাম, বগুড়া থেকে৷

বাংলাদেশের চলমান পরিস্থাতি সম্পর্কে একের পর এক রিপোর্ট প্রচার ও প্রকাশের মধ্য দিয়ে ডয়চে ভেলে আমাদের আরো কাছে টেনে নিচ্ছে – মন্তব্য ঢাকার বন্ধু সোহেল রানা হৃদয়ের৷ তাৎক্ষণিকভাবে পাঠানো রিপোর্টগুলোর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদের ঢাকা প্রতিনিধিকে৷

তিনি আরো লিখেছেন, ওয়েবসাইটের পাতায় নানা আয়োজন দেখে না লিখে থাকতে পারি না৷ এত কাছের কোনো বিষয়ের উপর প্রতিবেদন দেখলে খুব ভালো লাগে৷ বর্তমান সময়ের দারুণ সব আয়োজন নিয়ে আপনাদের পরিবেশনা আমাদের সবাইকে মুগ্ধ করে৷ তরুণ সমাজের নেতৃত্বে গণজাগরণের নানা উদাহরণ আমাদের দেশে আছে, যার কোনো বিকল্প হয়ত নেই৷ আমরা সবাই চাই দোষীদের যথাযোগ্য শাস্তি হোক৷ যারা প্রকৃত নির্যাতনের স্বীকার, তারা তো এটা করবেই৷ নিজের হারানো পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে ঢাকার শাহবাগের মিছিলে অংশ নিতে সুদূর অ্যামেরিকা থেকেও কেউ কেউ এসেছে – ভাবা যায় একথা? শরীরের লোমগুলো শক্ত হয়ে ওঠে৷ ইচ্ছে করে ওদের....৷

এছাড়া, এ সময় এমন একটি কবিতা আমাদের নারায়ণগঞ্জের বন্ধু হাসান এম ডি মোক্তার উপহার দিয়েছেন যে, সে জন্য তাঁকে এবং তাঁর কবি প্রতিভাকে আমাদের সবার জন্য ওয়েবসাইটের পাতায় তুলে ধরায় ডয়চে ভেলেকে ধন্যবাদ না দিয়ে পারছি না৷

- ধন্যবাদ ভাই সোহেলকে এবং ফেসবুকে কবিতা সম্পর্কে আরো যাঁরা মন্তব্য করেছেন সবাইকে৷ ডয়চে ভেলে কিন্তু শ্রোতাবন্ধুদের সব সময়ই উৎসাহ দিতে চেষ্টা করে৷ ভাষার মাসকে উপলক্ষ্য করে ক'দিন আগেই বহু পুরনো বন্ধু ঝিকর গাছার হুমায়ূন রেজা নিজের কণ্ঠে গাওয়া একটি গান ভয়েস মেলে পাঠিয়েছিলেন৷ তাঁর গাওয়া পুরো গানটি গত শুক্রবার রাতের অনুষ্ঠানে বাজানো হয়েছে৷ এর আগেও একবার বন্ধু হুমায়ূন রেজা তাঁর নিজের লেখা, সুর দেওয়া এবং গাওয়া গান পাঠিয়েছিলেন, যেটাও বাজানো হয়েছিল৷ আপনারা নিয়মিত ‘ইনবক্স' শুনে থাকলে অবশ্যই তা জানেন৷

গতকাল বন্ধু হাসান মোক্তারের লেখা সুন্দর কবিতাটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করায় আজই শ্রোতাবন্ধু নিজাম উদ্দিন নয়ন উৎসাহিত হয়ে নিজেও তাঁর লেখা একটা কবিতা পাঠিয়েছেন, যেটা এখানে প্রকাশ করা হলো৷

‘‘একুশ মানে''
একুশ মানে স্বাধীনতা
একুশ মানে মুক্ত
একুশ মানে ভাষার লড়াই
একুশ মানে রক্ত৷
একুশ মানে সন্তান হারা
পুত্র শোকের কান্না
একুশ মানে রাজ পথের
তাজা রক্তের বন্যা৷
একুশ মানে ভাষার গর্ব
একুশ মানে স্মৃতি
একুশ মানে ফুলের তোড়া
একুশ মানে প্রীতি৷
একুশ মানে শহীদ মিনার
ফেব্রুয়ারি মাস
একুশ মানে ভাষার সংগ্রাম
সালাম জব্বারের লাশ৷
একুশ মানে খোকার চিঠি
লেখা মায়ের কাছে
একুশ মানে পিচঢালা রোডে
রক্ত লেগেই আছে৷
একুশ মানে ৫২ সাল
সাহসী ভাইদের মরন
একুশ মানে বাংলা ভাষার
ফিরে পাওয়া জীবন৷

- বন্ধুরা, নিজাম উদ্দিন নয়নের লেখা এই কবিতাটি কিন্তু আমাদের খুব ভালে লেগেছে৷ শুধু বলবো, ‘‘আপনারা যেমন ডয়চে ভেলের জন্য, ডয়চে ভেলেও তেমনি আপনাদের জন্য৷'' আমাদের একটাই অনুরোধ, এভাবেই সাথে থাকবেন৷ ধন্যবাদ সবাইকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন