আইপডটি হাতে পেয়েছি | পাঠক ভাবনা | DW | 21.05.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আইপডটি হাতে পেয়েছি

একেএম নুরুজ্জামান লিখেছেন, ‘‘ই-মেল ও পুরস্কারের জন্য ধন্যবাদ৷ আমার সৌভাগ্য আজই কিছুক্ষণ আগে রেজিস্ট্রার্ড ডাকে আমার পুরস্কার, মানে আইপডটি কোনো প্রকার ঝামেলা বা শুল্ককর ছাড়াই হাতে পেলাম৷''

বাংলাদেশের সিরোইল, ঘোড়ামারা, রাজশাহীর বন্ধু একেএম নুরুজ্জামান ডয়চে ভেলের পরিবারের সকলের প্রতি তাঁর অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন৷

পরের ই-মেলে ফেসবুকে ছবির ক্যাপশন সম্পর্কে পাঠক বন্ধু ববি লিখেছেন, ‘ছবি এক ক্যাপশন অনেক' শিরোনামে পাঠক ভাবনা পাতার প্রতিবেদনে ক্যাপশনে ফলাফল দেখলাম৷ সেখানে আমার মন্তব্যের উপর পাঠক বন্ধুদের লাইক দেখে আমি বিস্মিত হয়েছি!

তিনি তাঁর ভালো লাগার কথা আরো জানিয়েছেন এভাবে, ‘‘সত্যিই আমি কমেন্ট করার সাথে সাথে একের পর এক লাইক ‘নোটিফিকেশন' আসতে থাকে আমার ফেসবুকে৷ ধন্যবাদ ডয়চে ভেলের বাংলা বিভাগকে৷ ববি মন্ডল শরত্‍, হাসিমপুর, লালপুর, নাটোর, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে পাঠক প্রিয়তা ধরে রাখতে এবং পাঠক বাড়াতে ‘ছবির ক্যাপশন' বা এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে ফেসবুকে পোষ্ট দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি৷ আপনাদের শুভকামনায় রাজীব কুমার মন্ডল, হাসিমপুর, সালামপুর, লালপুর, নাটোর, বাংলাদেশ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন