‘আমি জার্মানিতে পড়তে চাই' | পাঠক ভাবনা | DW | 23.04.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমি জার্মানিতে পড়তে চাই'

আদম দিঘী, লালমনির হাট থেকে শ্রোতাবন্ধু স্বপন কুমার বর্মন জানিয়েছেন, স্তন ক্যান্সার নিয়ে পরিবেশনাটি ভালো লাগলো৷

কুমারকোটা থেকে শ্রোতাবন্ধু শামীমা আক্তারও স্তন ক্যান্সার নিয়ে পরিবেশনাটি ভালো লাগার কথা জানিয়েছেন৷

সাংসদ হান্নান মোল্লার সাক্ষাৎকার ভালো লাগলো, বাংলাদেশের অন্যান্য সাংসদের সাক্ষাৎকারও প্রচার করার অনুরোধ করেছেন গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷

মেল করে লাভ কি? যদি তা প্রচারিত না হয়, বা আমি জানতে না পারি আপনাদের কাছে পৌঁছেছে৷ রাজশাহী থেকে রায়হান লিখেছেন একথা৷

আমি জার্মানিতে ডাক্তারি পড়তে চাই তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই৷ আমি শুনেছি জার্মানিতে নাকি বিনা খরচে পড়াশোনা করা যায় তা কতটুকু সত্য? প্রশ্ন পাকুন্দিয়া, কিশোরগঞ্জ থেকে শ্রোতাবন্ধু তারিকুল ইসলামের৷

- পড়াশোনা বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটের ‘জার্মানিতে উচ্চ শিক্ষা' পাতায় ক্লিক করুন৷

নগরপুর, টাঙ্গাইল থেকে রুবেল হাসান জানিয়েছেন, তিনি একজন নতুন শ্রোতা৷ অনুষ্ঠান তার কাছে খুব ভালো লাগে৷

বাংলাদেশের রাজনীতিতে হরতাল ও আগুন জ্বালানো সংস্কৃতি আর কত দিন থাকবে? আমরা সাধারণ জনগণ চাই আন্দোলনের নামে এই জনগণের দুর্ভোগ অচিরেই বন্ধ হোক৷ বিশ্বজিৎ কুমার মৃধা, খুলনা৷

বাংলা বিভাগের নতুন বিভাগীয় প্রধানকে আমার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি৷

আপনারা কি ঝিনাইদহের ডিএক্সার জনাব জামান সিদ্দিকীর বর্তমান অবস্থা জানেন? আমি আপনাদের ই-মেলে জানিয়েছিলাম৷ আপনারা যদি তাঁর বর্তমান অবস্থা জানার প্রয়োজন মনে করেন, তাহলে অন্তত ১ মিনিটের জন্য হলেও তাঁকে ফোন করে তার খোঁজখবর নিন৷ এটি আপনাদের কাছে আমার অনুরোধ৷ কারণ তিনি আপনাদেরই একজন৷

খ্যাতিমান ও স্বনাম ধন্য রেডিও শ্রোতা (ডিএক্সার) এম বি জামান সিদ্দিকী অন্ত্রের টিউমার জনিত কারণে গত ১৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে ভর্তি হন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে৷ গত ০১ মার্চ ২০১২ তারিখে তার ৬ ঘন্টাব্যাপী অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখনও পর্যন্ত তিনি একই স্থানের ৫০৬ নম্বর কেবিনে অবস্থান করছেন৷ তার অস্ত্রোপচার করেন প্রফেসর ড. শাহাদাত হোসেন (বিভাগীয় প্রধান, ক্লোরোসার্জারী বিভাগ)৷ এছাড়াও ছিলেন প্রফেসর ড. শাহাদাত হোসেন, ড. এম. রায়হান, ড. কামরুন নাহার৷ এই খবরটি হয়তো আমাদের অনেকের জানা৷ কিন্তু যে ঘটনাটি অনেকের কাছে পৌঁছায় নি সেই ঘটনাটিই আজ আমি সবাইকে জানানোর প্রয়োজন মনে করছি৷ তা হলো, তিনি দীর্ঘদিন ধরে ডয়চে ভেলে বাংলা বিভাগের একজন একনিষ্ঠ শ্রোতা৷ ডয়চে ভেলে বাংলা অনুষ্ঠানের শুরুর দিন থেকে জনাব জামান নিয়মিত অনুষ্ঠান শুনে আসছেন এবং নিয়মিত বাংলা সার্ভিসে চিঠি লেখার মাধ্যমে দ্বিপাক্ষিক যোগাযোগ অব্যাহত রেখেছেন৷ তিনি ফেডারেশন অব ডয়চে ভেলে লিসেনার্স এন্ড ভিউয়ার্স ক্লাবস অব বাংলাদেশ এর সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন৷ গত ২৩ ফেব্রুয়ারি ডয়চে ভেলে যখন ঢাকাতে ২০১২ সালের শ্রোতা সম্মেলন আয়োজন করছে, ঠিক তখন তিনি শুয়ে আছেন ঢাকারই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে৷ জার্মানি থেকে ছুটে আসা বেতারের কেউই তাঁকে এক নজর দেখতে আসার সৌজন্যটুকু বোধ করেননি৷

কিন্তু অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিস তথা বাংলা সার্ভিসের বর্তমান বিভাগীয় প্রধান রোকেয়া হায়দার৷ স্বয়ং ওয়াশিংটন থেকে ছুটে এসেছিলেন তিনি এই একনিষ্ঠ শ্রোতাকে দেখার জন্য৷ শুধু তাই নয়, তিনি জনাব জামান এর অসুস্থতার খবরে বিচলিত হয়ে পড়েছিলেন এবং তাকে আর্থিকভাবে অর্ধলক্ষ টাকা সহায়তাও করেছেন৷ যা তাঁর মানুষের প্রতি মমত্ববোধের পরিচয় বহন করে৷ জনাব জামানকে একাধিকবার ফোন করে তার খোঁজখবর নিয়েছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রধান মিসেস ইউ কোয়াং য়ূএ৷ তাঁকে ফোন করেছিলেন রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকেও৷ আমরা সবাই জামান সিদ্দিকীর সুস্থতা কামনা করি৷ সাজ্জাদ হোসেন রিজু, মহিলা কলেজ পাড়া, ঝিনাইদহ৷

- মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ সবাইকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন