1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধবিরতিতে রাজি হামাস, রাফা অভিযানে সায় মন্ত্রিসভার

৭ মে ২০২৪

যুদ্ধবিরতি নিয়ে মিশর ও কাতারের প্রস্তাব মানতে রাজি হামাস। রাফা অভিযানে অনুমতি ইসরায়েলের মন্ত্রিসভায়।

https://p.dw.com/p/4fZCS
রাফায় ফিলিস্তিনিরা এভাবেই হামাসের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।
হামাসের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণার পর রাফাতে উচ্ছ্বাস। ছবি: Doaa Al Baz/REUTERS

হামাস জানিয়েছে, তাদের নেতা ইসমাইল হানিয়ে মিশর ও কাতারকে জানিয়ে দিয়েছেন, তিনি যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি। মিশর ও কাতারই যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করছে।

গত সপ্তাহান্তে মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। রোববার সেই আলোচনা শেষ হয়। তখন বলা হয়েছিল, কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইইউ-সহ কয়েকটি দেশ।

কোন প্রস্তাবে হামাসের সায়

হামাস জানিয়েছে, গাজা শান্তিপ্রস্তাব তিনটি পর্যায়ে রূপায়ণ করতে হবে। ইসরায়েলকে ফিলিস্তিন থেকে সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

হামাস, নেতা খলিল-আল-হায়া জানিয়েছেন, ''প্রতিটি পর্যায় হবে ৪২ দিনের। ইসরায়েলের পণবন্দিদের ফেরত দেয়া হবে। বিনিময়ে ইসরায়েলও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে। যে সব ফিলিস্তিনি লড়াইয়ের জন্য ঘর ছাড়তে বাধ্য হয়েছেন, তারা নিজেদের জায়গায় ফিরতে পারবেন। এই যুদ্ধবিরতি স্থায়ী করতে হবে।''

ইসরায়েলের প্রতিক্রিয়া

ইসরায়েলের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এখনো পর্যন্ত লড়াই থামানোর জন্য কোনো চুক্তি হয়নি।

নামপ্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের কর্মকর্তা জানিয়েছেন, যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে, তা ইসরায়েলের পক্ষে মেনে নেয়া কঠিন

বার্তাসংস্থা এপি-কে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল খতিয়ে দেখছে। তবে হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে, তার সঙ্গে ইসরায়েলের প্রস্তাবের অনেক ফারাক আছে।

যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তারা হামাসের প্রস্তাব খতিয়ে দেখছে।

ইসরায়েলের মন্ত্রিসভার সিদ্ধান্ত

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধকালীন মন্ত্রিসভা দক্ষিণ গাজার রাফা শহরে সামরিক অভিযানে সায় দিয়েছে।

নেতানিয়াহুর অফিস বিবৃতি দিয়ে বলেছে, ''মন্ত্রিসভা এই বিষয়ে একমত যে, রাফায় অভিযান চালানো হোক। এর ফলে হামাসের উপর সামরিক চাপ দেয়া সম্ভব হবে। এর ফলে তারা ইসরায়েলের পণবন্দিদের ছেড়ে দিতে বাধ্য হবে।

''নেতানিয়াহুর অফিস জানিয়েছে, , ''যুদ্ধবিরতির চেষ্টাও চলবে। ইসরায়েলের একটি্ প্রতিনিধিদল আলোচনার জন্য যাবে এবং যুদ্ধবিরতি নিয়ে চুক্তির চেষ্টা করবে।''

ইসরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, তারা পূর্ব রাফায় হামাসের উপর আক্রমণ করছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)