‘ইংরেজি ভাষায় রবীন্দ্রসংগীত – এ খবরে গর্বিত' | পাঠক ভাবনা | DW | 16.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইংরেজি ভাষায় রবীন্দ্রসংগীত – এ খবরে গর্বিত'

রবীন্দ্রসংগীতের ইংরেজি অনুবাদক আনন্দময়ী মজুমদারের সাথে আলাপচারিতাটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল৷

এ ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাঙালিরা তাদের বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ড দ্বারা নিজের দেশ ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে পরিচিত করাতে পারেন বলে আশা প্রকাশ করেছেন শ্রোতাবন্ধু বি এম ফয়সাল আহমেদ, লিপন স্মৃতি রেডিও লিসনারস ক্লাব, ঘোড়াদাইড়, সুলতানশাহি, গোপালগঞ্জ থেকে৷

আমার প্রাণঢালা শুভেচ্ছা রইলো৷ আমরা প্রতি ১৫ দিন পরপর ক্লাব বৈঠকে বিদেশি বেতার কেন্দ্রের অনুষ্ঠান নিয়ে পর্যালোচনা করছি ও নিয়মিত আপনাদের কাছে মতামত জানাচ্ছি৷ তবে আপনাদের কোন চিঠি বা উপহার ম্যাগাজিন, ভিউকার্ড, স্টিকার কিছুই পাচ্ছিনা৷ প্লিজ নিয়মিত কিছু কিছু উপহার পাঠিয়ে আমাদের বাধিত করবেন৷ প্রফেসর সাইফুল ইসলাম থান্দার, পুরান তাহিরপুর, আলীয়াবাদ, রাজশাহী৷

-অনেক ধন্যবাদ ভাই সাইফুল ইসলাম ,প্রতিদিন দু'বেলার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত মতামত কয়েকটি করে ই-মেল করার জন্য৷ আপনার মতামত জানানো ই-মেলগুলো নিয়মিতই আমাদের ওয়েবসাইটে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ আর ইনবক্স-এ তো থাকছেই আপনার ই-মেলসহ প্রশ্নের উত্তর৷ আমরা মনে করি এসবই আমাদের পক্ষ থেকে বন্ধুদের জন্য বড় উপহার৷

এখানে একটা কথা একটু জানিয়ে দিই, ভাষাশিক্ষার বই, অনুষ্ঠান সূচি বা অন্য যেসব তথ্যপুস্তিকা বা উপহার আগে ডাকে পাঠানো হতো, এখন সেসব কিছুই পাঠানো হয়না৷ কারণ আগে ডয়চে ভেলে থেকে প্রচার করা হতো শুধু অনুষ্ঠান৷ তাই লিখিত তথ্যগুলো ডাকে পাঠানো হতো, এখন সে সব তথ্য ছাড়াও অনেক অনেক বেশি তথ্য জানার জন্য রয়েছে আমাদের ওয়েবসাইট৷ এখন শুধুমাত্র পাঠানো হয় ধাঁধার পুরস্কার – আর কিছু নয়৷ আমাদের বিশ্বাস, বন্ধুরা এতে হতাশ হবেন না৷

বাংলা বিভাগ, সালাম নেবেন৷ নতুন বছরের ফুলের অভিনন্দন আর মিষ্টি শুভেচ্ছা জানিয়ে পত্রখানা শুরু করছি৷ এখানে আমাদের ক্লাবের সকল সদস্যসহ আমিও ভাল আছি৷ আশাকরি আগামী বছর আপনাদের চলার পথ আরো মসৃণ ও কুসুমাস্তীর্ণ হবে৷

আপনাদের ওয়েব পেজ প্রতিদিন ভিজিট করি৷ এত যে ভাল লাগে তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন৷ ক্লাবের সকল সদস্য আপনাদের প্রচারিত প্রতিদিনের অনুষ্ঠানের উচ্ছ্বসিত প্রশংসা করে৷ তাদের সার্বিক বিচারে আপনারা শ্রেষ্ঠ,সর্বেসর্বা৷ সম্ভব হলে ক্লাবের জন্য একটি সুন্দর পেনড্রাইভ, একটি লেডিস সাইড ব্যাগ, কিছু কোটপিন, টি-শার্ট, ডাইরি নোটবুক ইত্যাদি নিয়মিত পাঠাতে চেষ্টা করবেন কেমন৷

এলাকার যুব সমাজের মাঝে আপনাদের বেতার কেন্দ্রের অনুষ্ঠান জনপ্রিয় করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি, অনেকটা সফলকাম হয়েছি, এ ক্ষেত্রে বলতে পারেন৷ আমাদের ক্লাবের পক্ষ থেকে বেশ কিছু সমাজসেবা কার্যক্রম পুরো দস্তুর চালিয়ে যাওয়া হচ্ছে৷ আগামী বছর আরো চিত্তাকর্ষক ও বিনোদনধর্মী অনুষ্ঠান প্রচার করবেন কামনা করছি৷ সবার সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করে পত্রের ইতি এখানেই৷ দ্রুত জবাব দেবেন৷ খন্দকার রফিকুল ইসলাম, সোর্স অফ নলেজ ক্লাব, শান্তাহার, নওগাঁ৷

- শ্রোতাবন্ধু খন্দকার রফিকুল ইসলাম , উপহার পাঠানোর ব্যাপারে আপনার ই-মেলের উত্তর ওপরেই পেয়ে গেছেন আশাকরি৷ অনেকদিন আমাদের কাছে লেখেননি, নিয়মিত না পারলেও মাঝে মাঝে লিখবেন, কেমন৷

শুভেচ্ছা নেবেন৷ চলতি ঘটনায় মিয়ানমার পরিস্থিতি জানতে পারলাম৷ অং সান সু চি'র সমালোচনা বিশ্বজুড়ে বিবেকমান মানুষ অহরহ করছে৷ এছাড়া বাংলাদেশ রাজনীতির প্রেক্ষাপট বিশেষ করে জামায়াত-শিবিরের রাজনীতির নিরপেক্ষ বিশ্লেষণ খুবই ভাল লাগল৷ বাংলাদেশের মিডিয়া থেকে বিস্তারিত জানা না গেলেও ডয়চে ভেলে থেকে সঠিক খবর পাচ্ছি৷ ডা.এসএমএ হান্নান, হরিপুর, পাবনা৷

আজ সকালে ঝিনাইদহের পুরনো ডিএক্সার এম বি জামান সিদ্দিকীকে ফোন করলাম৷ তার সাথে প্রায় ১০ মিনিট কথা বললাম৷ উদ্দেশ্য তাকে DW শুনতে উদ্বুদ্ধ করা৷ এফএম তরঙ্গে আমাদের এ অঞ্চলে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান এখন বেশ স্পষ্ট ও জোরালো শোনা যাচ্ছে৷ আমার আশা ঝিনাইদহের শ্রোতারাও এফএম শুনতে পাবেন৷ জামান সিদ্দিকীকে ফোনে এফএম-এ ডি ডাব্লু শুনতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি৷ শুভেচ্ছান্তে, প্রফেসর আশরাফুল ইসলাম সভাপতি, গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব, থানাপাড়া, আলমডাংগা, চুয়াডাংগা৷

প্রিয় বন্ধুরা, গত ৩ দিন কাজের চাপে আমার প্রাণ ওষ্ঠাগত প্রায়৷ কোন রকম সময় বের করতে পারছিলাম না৷ আজ অফিস শেষে বাসায় এসে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আপনাদের লিখতে বসে গেলাম৷ ‘সমাজ জীবন' পাতায় ‘দীপাবলী-আলোর উৎসব' শিরোনামের ছবিগুলো আমার মন ভরিয়ে দিয়েছে৷ আচ্ছা আমাকে বলতে পারেন – এত সুন্দর ছবিগুলো কোথায় পান আপনারা?

সাবরিনা সুলতানার প্রতিবেদনটি পড়ে মনটা খারাপ হয়ে গেল৷ সাবরিনার প্রতি সহমর্মিতা জানাচ্ছি৷ যারা সমাজের জন্য কিছু করে নিজেকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেন না, তাদের জন্য আসলেই খুব কষ্ট হয়৷ কেন জানি না সৃষ্টিকর্তা এগুলো দেখে না দেখার ভান করেন৷ জানিনা কোনটা ভাল৷ ভাল হোক সাবরিনার ভাল থাক সাবরিনারা... মো. সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ভিউয়ার/পরিদর্শক, আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

লেখার জন্য আন্তরিক ধন্যবাদ সবাইকে৷ আশাকরি এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন, জানাবেন আপনাদের মূল্যবান মতামত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন