এ কেমন ভাগ্যের নির্মম পরিহাস? | পাঠক ভাবনা | DW | 19.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এ কেমন ভাগ্যের নির্মম পরিহাস?

বন্ধুরা, ডয়চে ভেলের নিরপেক্ষ সর্বশেষ বিশ্বসংবাদ, দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের খবর, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনার পর্যালোচনা, নানাবিধ বিষয়ে ফিচার অনুষ্ঠান এবং মাঝে মাঝে বাংলা গান আমার কাছে খুবই আকর্ষণীয়৷

বন্ধুরা, ডয়চে ভেলের নিরপেক্ষ সর্বশেষ বিশ্বসংবাদ, দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের খবর, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনার পর্যালোচনা, নানাবিধ বিষয়ে ফিচার অনুষ্ঠান এবং মাঝে মাঝে বাংলা গান আমার কাছে খুবই আকর্ষণীয়৷ ডয়চে ভেলের বাংলা বিভাগের ৩৬তম বার্ষিকীতে বাংলা বিভাগের সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা৷ মোঃ আফজাল আলী খান, নন্দন বেতার শ্রোতাসংঘ, মধ্য আলীপুর, ফরিদপুর, বাংলাদেশ৷

শর্টওয়েভ বন্ধ হয়ে যাওয়ার পর আর অনুষ্ঠান শুনতে পারিনি তাই মন খুব খারাপ ছিলো৷ অনেকদিন পর কাল আবার মিডিয়াম ওয়েভে রাতের অনুষ্ঠান শুনতে পেয়ে ভীষণ ভালো লাগছে৷

একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অডিশন দিয়ে উত্তীর্ণ হওয়া একজন কন্ঠ শিল্পী৷ প্রথম স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে আমার নিজের রচিত ও সুরারোপিত একটি গণসংগীত আমি ডয়চে ভেলের মাধ্যমে শ্রোতাদের শোনাতে চাই৷ সময় ও সুযোগ হলে আমার সংক্ষিপ্ত সংগীত জীবন সম্পর্কে কিছু কথা ও গান পরিবেশনের সুযোগ দিলে বাধিত হবো৷ হুমায়ূন রেজা, কৃষ্ণনগর, ঝিকরগাছা, যশোর৷

আমরা অনুষ্ঠান শোনা ছাড়াও নিয়মিত ধাঁধায় অংশগ্রহণ করছি কিন্তু গত ২/৩ বছরেও বিজয়ী হতে পারিনি৷ এ কেমন ভাগ্যের নির্মম পরিহাস? আমরা অনুষ্ঠান শোনার পাশাপাশি ডয়চে ভেলের অন্যান্য শ্রোতাবন্ধুদের সাথে যোগাযোগ রাখছি৷ মিসেস তাবাসসুম, পাশওয়াইল রেডিও লিসনার্স ক্লাব, হরিপুর, পাবনা৷

তিমি মাছের পর পাখী - এরকম প্রতিবেদনগুলো বেশ ভালোই লাগছে, এরকম আরো চাই৷ রাধিকা, রাঁচী, ভারত৷

আজকেও সাইবার ক্যাফেতে যেয়ে ডয়চে ভেলের ওয়েবসাইট ভিজিট করলাম কিন্তু আজকে আর ভালো লাগলো না৷ কারণ বিশেষ ধাঁধায় বিজয়ী হতে পারিনি তাই৷ আমরা কি কখনো বিজয়ী হতে পারবো? অমিত বসু, জননী রেডিও লিসনার্স ক্লাব, ঘোষ নগর, তালা, সাতক্ষীরা৷

ডয়চে ভেলের অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় এবং আমার খুব ভালো লাগে৷ ডয়চে ভেলের অনুষ্ঠান তথ্যবহুল এবং উৎসাহদায়ক৷ মোঃমিজানুর রহমান, মহিশপুর, শাহাজাদপুর, সিরাজগঞ্জ৷

ডয়চে ভেলে পরিবারের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা৷ আশাকরি আপনারা সবাই ভালো আছেন৷ ডয়চে ভেলের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে৷ যদিও এটাই আমার প্রথম চিঠি কিন্তু আপনাদের শ্রোতা হয়েছি অনেক আগেই৷ ডয়চে ভেলের মাধ্যমে জানতে পারছি বিশ্বের অনেক অজানা তথ্য৷ গোপেশ কুমার মন্ডল, লক্ষ্মীপুর, কালিনগর, নড়াইল৷

আপনাদের ওয়েবসাইটে ভারতীয় ফুটবল খেলোয়াড় সানু সিনহা সম্পর্কে নানা তথ্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ৷ বিএম ফয়সাল, লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাব, গোপালগঞ্জ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক