‘ওয়েবসাইট ঘাঁটতে ঘাটতে মনে হলো, লিখেই ফেলি’ | পাঠক ভাবনা | DW | 17.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ওয়েবসাইট ঘাঁটতে ঘাটতে মনে হলো, লিখেই ফেলি’

বেশ কিছুদিন চিঠি লেখা হয়নি৷ কিছুদিন আগে একটি সংক্ষিপ্ত চিঠি লিখলেও তা আপনাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি৷ সে যাই হোক, আপনাদের ওয়েবসাইট ঘাঁটতে ঘাঁটতে মনে হলো, একটু লিখেই ফেলি৷ তাই লিখছি...

খুব ভালো লাগল, ‘দেরি করে অবসর নেয়া ডিমেনশিয়া কমায়' নিবন্ধটি৷ আমরা যারা সরকারি চাকরি করি, নিয়মানুযায়ী একটি নির্দিষ্ট বয়সে পৌঁছে গেলেই আমাদের অবসর নিতে হয়৷ অথচ দেখা যায়, তখনও আমাদের শরীর ও মন কর্মক্ষম আছে৷ স্বাভাবিকভাবেই, হঠাৎ জীবন থেকে কাজটা চলে গেলে মানসিক একটা সমস্যা তৈরি হয়৷ আর এটাই দ্রুত ডিমেনশিয়া ডেকে আনতে পারে৷ ফ্রান্সের বৈজ্ঞানিক দলের গবেষণায় এটা প্রমাণিত যে, কোনো ব্যক্তি যদি এক বছর বেশি কাজ করেন তাহলে তাঁর ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩.২ শতাংশ কমে যায়৷ অতএব প্রতিটি দেশের সরকারেরই বাধ্যতামূলক অবসরের বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার৷ জনস্বাস্থ্য রক্ষার প্রয়োজনেই৷ বিশেষত, জুন স্প্রিঙ্গার নামের সেই ৯০ বছরের ‘তরুণ' যখন প্রমাণ করে দিয়েছেন যে কর্মপ্রেরণার কাছে বয়স কোনো সমস্যাই নয়!

তাই বয়স নয়, শারীরিক ও মানসিক সক্ষমতাই চাকরি থেকে অবসরের ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত৷ অবশ্য সারা পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান বেকারত্বের এই যুগে বয়স্ক মানুষেরা যদি দীর্ঘদিন কাজ করে চলেন, তাহলে তরুণ সমাজের কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু সমস্যাই আসবে৷ এই ব্যাপারেও চিন্তা-ভাবনা করা দরকার৷ ভালো থাকবেন৷ কেকা প্রধান, পাথরডিহি, বাগমুন্ডি, পুরুলিয়া থেকে লিখেছেন৷

‘জার্মানিতে রোজার মাস' শিরোনামের ছবিগুলি দেখলাম৷ খুব ভালো লাগলো ওখানকার রোজার মাসের রীতিনীতি দেখে৷ প্রতিদিন ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট দেখছি, মতামতও পাঠাচ্ছি৷ কিন্তু পাঠক ভাবনায় তা দেখছি না কেন? বিধান চন্দ্র টিকাদার, গুলশান, ঢাকা থেকে পাঠিয়েছেন এই ই-মেলটি৷

- ধন্যবাদ দু'জনকেই৷ তবে বন্ধুরা, সবার লেখা সব ই-মেলের মতামতই যে সবসময় ওয়েবসাইটে দেওয়া যায়, তা কিন্তু নয়৷ আমরা চাইলেও তা সবসময় সম্ভব হয়ে ওঠে না৷ তাছাড়া আপনারা মতামত জানিয়ে থাকেন মূলত আমাদের জানার জন্যই, তাই না? তাই অনুরোধ করবো, আপনাদের লেখা মতামত ওয়েবসাইটে না দেখলে ভাববেন না যে, আপনাদের অবহেলা করা হচ্ছে৷ হতে পারে কয়েকদিন পরে দেওয়া হবে, কাজেই মন খারাপ বা অভিমান নয়!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন