‘‘জার্মান দলকে চ্যাম্পিয়ন দেখতে চাই'' | পাঠক ভাবনা | DW | 11.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘‘জার্মান দলকে চ্যাম্পিয়ন দেখতে চাই''

হটুদেওয়ান, নাগের পাড়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতের পাঠক তপতী সরকার, বিশ্বকাপ ফুটবলে জার্মান দলের সাফল্য কামনা করছেন৷ তিনি লিখেছেন, ‘‘এবার জার্মানির ফুটবল দলকে চ্যাম্পিয়ন দেখতে চাই৷''

পাঠক মো. কামাল হোসেন, মধুখালী, ফরিদপুর, বাংলাদেশ থেকে লিখেছেন, ‘‘আমার শুভেচ্ছা গ্রহণ করুন৷ বিশ্বকাপ ফুটবল খেলতে জার্মান দল এখন ব্রাজিলে অবস্থান করছে৷ আমাদের দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা আর ব্রাজিলের ভক্ত৷ কিন্তু আমরা যারা জার্মান দলের ভক্ত, তারা প্রমাণ করব খেলায়৷''

তিনি আরো লিখেছেন, ‘‘আশা করি আপনাদের কাছে জার্মান দলের গ্রুপছবি আছে৷ আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার ই-মেল/ডাক ঠিকানায় গ্রুপ ছবিসহ খেলার সূচি এবং জার্মানির পতাকা পাঠাবেন৷ ডয়চে ভেলে এখন রেডিওতে না থাকায় আমাদের মূল্যায়ন আর আগের মতো হয় না৷ তারপরও আমরা জার্মানিকে ভুলতে পারি না৷ আপনারা আমাদের মূল্যায়ন করেন কিনা, সেটাই আমাদের দেখার বিষয়৷ আজ আর নয়, কথা হবে প্রতি জার্মানির খেলায়৷''

‘‘শুধু এবার নয়, আমি যখন থেকে ফুটবল খেলা বুঝি আর বিশ্বকাপ ফুটবল খেলা দেখি, তখন থেকেই আমার প্রিয় দল জার্মানি৷ ডয়চে ভেলে থেকে একটা ‘ব্রাজুকা' বলও পেয়েছি৷ আমার ছেলে মুগ্ধ সেটা কোলে নিয়েই রাত্রে ঘুমায়৷ গতকাল ওকে একটা জার্মানির পতাকা কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে গতকাল সেটা হয়নি৷ গতকাল রাত থেকেই ওর প্রচণ্ড জ্বর৷ সারা রাত জ্বরে বেহুশ প্রায়৷

সকালে আমি যখন অফিসে আসার জন্য বের হচ্ছি (সকাল ৭.১৪), তখন হঠাৎ ঘুম ভেঙে বলল – ‘‘আব্বু, আমার পতাকা কোথায়?'' আমি মুগ্ধকে কথা দিয়েছি আজই কিনে দেবো জার্মানির পতাকা৷ আর বাংলাদেশের পতাকা তো আগে থেকেই আছে – সেটা থাকবে সবার উপরে৷'' এভাবেই লিখেছেন মো. সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশ থেকে৷

‘‘গ্রিন বাস্কেট সুপার মার্কেট, হাইটেকনোলজির দেশ নেদারল্যান্ডস ইত্যাদি প্রতিবেদনে ভরা আপনাদের ‘বিজ্ঞান পরিবেশ' পাতার সকল লেখা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে৷ সাথে দেওয়া ছবিগুলি লেখাকে আরো জীবন্ত করে তুলেছে৷ শুধু তাই নয়, অন্যান্য পাতার ছবিসহ লেখাগুলিও খুব ভালো৷'' বিধান চন্দ্র টিকাদার, গুলশান, ঢাকা, বাংলাদেশ৷

‘‘কেন এই বর্বরতা? কেন আমাদের সমাজ মানুষের কাছে নিরাপদ নয়৷ এই মানুষ এত জঘণ্য যার বর্ণনা করা খুবই কঠন৷ ডয়চে ভেলে থেকে আয়ারল্যান্ডে শিশুদের গণকবরের কথা শুনে সত্যিই মনটা কেঁদে উঠলো৷ এমন ঘটনা ইতিহাসকে বিকৃত করে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে এ রকম তথ্যবহুল প্রতিবেদনের জন্য৷'' লিখেছেন এমএ, বারিক, বগুড়া, বাংলাদেশ থেকে৷

- অনেক ধন্যবাদ সবাইকে৷ আর হ্যাঁ বন্ধুরা, আজ থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে আমাদের বিশেষ ধাঁধা প্রতিযোগিতা৷ নিজে অংশগ্রহণ করুন, বলুন অন্যান্যদেরও৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন