‘ডিডাব্লিউ থেকে জানলাম কচ্ছপের কথা’ | পাঠক ভাবনা | DW | 25.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডিডাব্লিউ থেকে জানলাম কচ্ছপের কথা’

জেনে নিলাম উল্লেখযোগ্য সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কেও৷ এই যেমন, ইউরোজোন এলাকার দেশগুলির সার্বিক গড় ঋণভার রেকর্ড মাত্রায় পৌঁছানো ও ব্যায় সংকোচ ও সংস্কার কর্মসূচীর আশানুরূপ সুফল না পাওয়ার কথা৷

জেনে নিলাম উল্লেখযোগ্য সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কেও৷ এই যেমন, ইউরোজোন এলাকার দেশগুলির সার্বিক গড় ঋণভার রেকর্ড মাত্রায় পৌঁছানো ও ব্যায় সংকোচ ও সংস্কার কর্মসূচীর আশানুরূপ সুফল না পাওয়ার কথা৷

ভালো লাগলো মরিশাসে হারিয়ে যাওয়া গাছপালা এবং প্রাণীকে ফিরিয়ে আনার লক্ষ্যে পরিবেশ বিজ্ঞানীদের কচ্ছপের মতো বিশেষ কিছু প্রাণীকে ব্যবহার করার কৌশল অবলম্বনের পরিকল্পনার কথা৷ এছাড়া, ‘বাংলার অণুর চোখে বিশ্ব' নিয়ে ছবিঘরটি ছিল বেশ নজর কাড়ার মতো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে লিখেছেন৷

‘ভারতে জার্মান সহায়তায় সৌর প্রকল্প' এই প্রতিবেদনটি দেখে আমি একটি প্রশ্ন রাখছি৷ আমদের দেশে বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম অনুভব করি৷ তারপর জলবায়ু উষ্ণায়নের ফলে এখন এই সময়ে তাপমাত্রা অত্যাধিক পর্যায়ে চলে যায়৷ তাই এই তাপমাত্রাকে নষ্ট না করে বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট বসিয়ে সৌরশক্তি সংরক্ষণ করা যাবে কি? তাহলে আমাদের বিদ্যুৎ সাপ্লাইয়ের ওপর ভরসা করতে হবে না৷ এটা কিভাবে কার্যকর করা যেতে পারে? সুহৃৎ বন্দ্যপাধ্যায়, জৌগ্রাম, বর্ধমান থেকে লিখেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন